22nd September, 2018, Saturday

ভূমির তফসিল ও মালিকানা


জিলা- ঢাকা, থানা ও সাব-রেজিষ্ট্রি অফিস মোহাম্মদপুর অধীন, ঢাকা কালেক্টরীর তৌজিভুক্ত। ২৫৯নং মৌজা- দক্ষিণ আদাবস্থিত। মোহাম্মদাপুর হাউজিং এষ্টেট এলাকায় শের শাহ সূরী রোডের টিন সেড কলোনীর ‘ডি’ ব্লকের ৫৯ ও ৬০নং প্লট। যাহার আর,এস- দাগ নং- ৮১১৯ (আট হাজার একশত ঊনিশ) ও ৮১২০ (আট হাজার একশত বিশ) এবং ঢাকা মহানগর জরিপে খতিয়ান নং ২২৬ এবং মহানগর জরিপের দাগ নং- ১০৭৯৭ (দশ হাজার সাতশত  সাতানব্বই), যাহার জোত নং-  ও    বটে। মোট জমির পরিমান ৫ কাঠা ১০ ছটাক  ইহার কাতে অবিভক্ত, অবিভাজ্য ও অচিহ্নিত  ৭৭.৩০ অযুতাংশ বা ০.৪৬ কাঠা ভূমি এবং উক্ত ভূমির উপর নির্মিত ‘এমসিটি আলিজা মঞ্জিল’ নামীয় ৭ম তলা বিশিষ্ট আবাসিক ইমারত।

city-jorip-porcha-500x350